শ্রীবরদী সীমান্তে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন করায় দুজনকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা 

সর্বমোট পঠিত : 120 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের  আহমেদ বলেন,  অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলনকারীরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের কোন ছাড় দেয়া হবে না। 


শেরপুরের শ্রীবরদী সীমান্তের ভারত থেকে বয়ে আসা খরস্রোতা ঢেউপা নদীতে দিনের বেলায় বাবেলাকোনা গ্রামের ঝুঁকিপূর্ণ ব্রিজের নিচ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার অভিযোগে শেখ সাদী সুমন মিয়া( ২৮) নামের এক বালু ব্যবসায়ীকে ৫ লক্ষ টাকা জরিমানা ও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অবৈধ বালু পরিবহনের অভিযোগে মোন্তাজ মিয়া নামের এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। 

গত ৩ ই মার্চ সোমবার বিকেলে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সীমান্ত জনপদের ঢেউপা নদীতে অভিযান পরিচালনা করেন। 

অভিযান পরিচালনা কালে ঝুঁকিপূর্ণ বাবেলাকোনা সীমান্ত সড়কের উপর নির্মিত ব্রিজের নিচ থেকে অবৈধভাবে  বালু  উত্তোলন করায় শেখ সাদী সুমন মিয়া নামের এক বালু ব্যবসায়ীকে আটক করা হয়। ধ্বংস করা হয় বালু উত্তোলনের  কাজে ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিন, পাইপ সহ বিভিন্ন সামগ্রী। বালু পরিবহনের কাজে  ব্যবহৃত মাহেন্দ্র গাড়ির মালিক কর্ণ ঝোড়া এলাকার মৃত আমজাদ আলীর ছেলে মোন্তাজ কে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। 

অবৈধভাবে বালু উত্তোলন করায় জলঙ্গাপাড়া গ্রামের মৃত উপজল মিয়ার ছেলে শেখ সাদী সুমন কে ৫ লক্ষ টাকা জরিমানা ও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহাম্মেদ। রাতেই ৩ দিনের দণ্ডপ্রাপ্ত শেখ সাদী সুমন মিয়াকে শ্রীবরদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের  আহমেদ বলেন,  অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলনকারীরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের কোন ছাড় দেয়া হবে না। 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি