এ ব্যাপারে নকলা থানা, নালিতাবাড়ী থানা ও শ্রীবরদী থানার কর্মকর্তারা তাদের গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন। সকল আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শেরপুরে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার-৫





শেরপুরের নকলা, নালিতাবাড়ী ও শ্রীবরদীতে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী, যুবলীগ, কৃষকলীগের ৫ নেতাকে আটক করেছে পুলিশ।
আটক হওয়া নেতারা হলেন. নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক পিপড়ী গ্রামের হায়দার আলী (৩৭), গৌড়দ্বার ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পাইশকা গ্রামের আব্দুর রশিদ (৫৭) ও টালকী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রামেরকান্দি গ্রামের বাদশা মিয়া (৫৯)। নালিতাবাড়ীতে ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন। এবং শ্রীবরদীর কাকিলাকুড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শহিদুল্লাহ।
এদের মধ্যে হায়দার আলীকে ৯ ফেব্রুয়ারি রবিবার শেরপুর সদর থানা এলাকা এবং আব্দুর রশিদ ও বাদশা মিয়াকে রাতে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
এ ব্যাপারে নকলা থানা, নালিতাবাড়ী থানা ও শ্রীবরদী থানার কর্মকর্তারা তাদের গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন। সকল আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আটক হওয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ গত বছরের ৪ আগস্ট উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় নকলা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলার সন্ধিগ্ধ আসামি।
মন্তব্য