শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা ও ওলামালীগ সভাপতি গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা ও ওলামালীগ সভাপতি
সর্বমোট পঠিত : 97 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

শনিবার রাতে ঝিনাইগাতী উপজেলার হাসলিগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা ও জেলা ওলামালীগ সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে ঝিনাইগাতী উপজেলার হাসলিগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুই নেতার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক মাহমুদুল হক রুবেল ও ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, একইদিন জেলা ওলামা লীগের সভাপতি নুরুল ইসলামকে শেরপুর শহরের বাগরাকসা বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে সদর থানায় নাশকতা মামলা ছিলো।


মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি