ব্যতিক্রমী প্রতিবাদ

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্র জোটের প্রতিবাদী ক্লাস

প্রতিবাদী ক্লাস
সর্বমোট পঠিত : 387 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

প্রতিবাদ ক্লাসের মাধ্যমে ছাত্র জোটের নেতৃবৃন্দ সকলের জন্য করোনা টিকা নিশ্চিত করা, টিকা নিয়ে দূর্নীতি-অব্যবস্থাপনা বন্ধ, বিশেষ ব্যবস্থায় সকল শিক্ষার্থীদের টিকা প্রদান করে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও সকল প্রকার বেতন ফি মওকুফ করার জোর দাবি জানান।

বিশেষ ব্যবস্থায় সকল শিক্ষার্থীকে টিকা দিয়ে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলাসহ ৩দফা দাবিতে রংপুরের  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্র জোটের প্রতিবাদী ক্লাস হয়েছে। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চত্ত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রগতিশীল ছাত্র জোট রংপুরের আয়োজনে এ  প্রতিবাদী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদী ক্লাসে পাঠদান করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ।

এসময় উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগরের সভাপতি যুগেশ ত্রিপুরা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগরের আহ্বায়ক সাজু বাসফোর, বিশ্ববিদ্যালয় সভাপতি রিনা মুরমু, সাংগঠনিক সম্পাদক বিপুল মহন্ত প্রমুখ।

প্রতিবাদ ক্লাসের মাধ্যমে ছাত্র জোটের নেতৃবৃন্দ সকলের জন্য করোনা টিকা নিশ্চিত করা, টিকা নিয়ে দূর্নীতি-অব্যবস্থাপনা বন্ধ, বিশেষ ব্যবস্থায় সকল শিক্ষার্থীদের টিকা প্রদান করে  অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও সকল প্রকার বেতন ফি মওকুফ করার জোর দাবি জানান।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি