জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল বলেন, আমরা দেশনায়ক তারেক রহমানের সাথে যোগাযোগ রাখছি। তার নির্দেশানুযায়ী কাজ করছি। আন্দোলনে শ্রমিক দল ভালো ভূমিকা পালন করেছে।
শেরপুরে শ্রমিকদলের কর্মী সমাবেশে আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবি
শেরপুরে জেলা শ্রমিক দলের আয়োজনে সাংগঠনিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর শুক্রবার সন্ধায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এর বাসভবনে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুন এর সঞ্চালনায় এবং সভাপতি মোঃ শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলী। সমাবেশ উদ্বোধন করেন, কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ মেহেদী আলী খান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ মহিলা সম্পাদক হামিদা খাতুন সহ জেলা বিএনপি এবং জেলা ও বিভিন্ন উপজেলার বিভিন্ন স্তরের শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশের আগে বিভিন্ন উপজেলা শাখা থেকে নেতা কর্মীরা মিছিল সহকারে সমাবেশে এসে উপস্থিত হন।
প্রধান বক্তার বক্তব্যে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলী বলেন, আওয়ামীলীগের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাড়ে তিন বছর জেল খেটেছি। আমার মিল কারখানায় কয়েকদফায় ভাংচুর ও লুটপাট করা হয়েছে। আমাকে নিঃশ্ব করা হয়েছে। আমরা তখন বলতাম পুলিশ ছাড়া আওয়ামীলীগ আসুক এক ঘন্টাও টিকবেনা। এখন আওয়ামীলীগও নাই পুলিশও নাই। এখন আমরা (বিএনপির নেতারা) আওয়ামী লীগকে পাহাড়া দিয়ে রাখতাছি। এটা আর মেনে নেয়া হবে না। আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে। মাঠে আর আওয়ামী লীগকে নামতে দিবো না। দেশনায়ক তারেক রহমানকে দেশে আনতে হলে আমাদের সবাইকে সংশোধন হতে হবে। আমরা সংশোধন হওয়াট পরই আমাদের নেতা তারেক রহমান দেশে আসবেন।
জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল বলেন, আমরা দেশনায়ক তারেক রহমানের সাথে যোগাযোগ রাখছি। তার নির্দেশানুযায়ী কাজ করছি। আন্দোলনে শ্রমিক দল ভালো ভূমিকা পালন করেছে।
মন্তব্য