২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নালিতাবাড়ী উপজেলা ও শহর যুবদলের পক্ষথেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের মাধ্যমে নকলায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মামুন, নকলা প্রতিনিধি:
শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ দেড় হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণে মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নালিতাবাড়ী উপজেলা ও শহর যুবদলের পক্ষথেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়।
নকলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে ও উপজেলা বিএনপির কার্যালয়ে পৃথক অনুষ্ঠানে তিন শতাধিক মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়। ঝিনাইগাতী ও শ্রীবরদীতেও পৃথক অনুষ্ঠানে পাঁচ শতাধিক মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়। নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা এবং পৌর যুবদল এসব অনুষ্ঠানের আয়োজন করে।
এসব অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শেরপুর জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপি-র যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সিনিয়র সহ সভাপতি শ্রী জিতেন্দ্র মজুমদার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকত হোসেনসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য