প্রকৌশলী ফাহিম চৌধুরী ১৮ অক্টোবর শুক্রবার রাতে নালিতাবাড়ী উপজেলার বারমারী বাজারে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিভ্রান্তি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে- ফাহিম চৌধুরী
সাবেক ও প্রয়াত হুইপ জাহেদ আলী চৌধুরীর ছেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী বলেছেন, ৫ আগস্টের পর আমরা নিজেরা নিজেরা কেন যেন বিভ্রান্তিতে জড়িয়ে যাচ্ছি। এ বিভ্রান্তি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে বালু মহল নিয়ে বা অন্যান্য মহল নিয়ে যাই হচ্ছে, এ বিষয়ে আমি একেবারেই অজ্ঞাত। আমি এ বিষয়ে কোথাও কোন হস্তক্ষেপ এখনও পর্যন্ত করিনি। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার হাতকে শক্তিশালী করুন। আমি যেন এখানে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারি।
প্রকৌশলী ফাহিম চৌধুরী ১৮ অক্টোবর শুক্রবার রাতে নালিতাবাড়ী উপজেলার বারমারী বাজারে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্থানীয় বিএনপি নেতা দরবেশ আলীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে শহর বিএনপি’র যুগ্ম-আহবায়ক আলী আকবর চান্দু, বিএনপি নেতা আনসার আলী, কৃষকদল নেতা রেজাউল করিমসহ অন্যান্যরা বক্তব্য রখেন।
শেরপুর-২ সংসদীয় এলাকার বিএনপি’র মনোনয়ন প্রত্যাশি প্রকৌশলী ফাহিম চৌধুরী আরো বলেন, ২০১৮ সালের নির্বাচনের পরে এই ফ্যাসিস্ট সরকার আমাদের পরিবারের উপরে যে পরিমাণ অবর্ণণীয় নির্যাতন আর্থিকভাবে, মানসিকভাবে করেছে। আমরা খুবই বিপর্যস্ত ছিলাম বিধায় আমাদের বিচরণ কমে গিয়েছিল। এ জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী।
পরে সমশ্চুড়ায় আয়োজিত এক ধর্মীয় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ফাহিম চৌধুরী। এর আগে তিনি মানুপাড়া বাজারে এক সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন।
এসব সভায় উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম বুলবুল, যুবদল নেতা রহুল আমীন, বীরমুক্তিযোদ্ধা আকমল হোসেন, বিএনপি নেতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য রবিউল আলমসহ অনেকে অংশ নেন।
এদিকে একইদিন সন্ধ্যায় নকলা বিএনপি ও যুবদল নেতাকর্মীদের নিয়ে সভা করেন ফাহিম চৌধুরী। সেসময় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভার বক্তব্যে ফাহিম চৌধুরী বন্যার্ত মানুষের ত্রাণ সহায়তার পাশাপাশি ঘরোয়া আলোচনা সভা ও মিলাদ-মাহফিল করার আহবান জানিয়ে সদ্যপ্রয়াত মতিয়া চৌধুরীকে লক্ষ্য করে বলেন, যেভাবেই বলেন, আমরা নকলা-নালিতাবাড়ীবাসী একজন অভিভাবক হারিয়েছি। এ মুহূর্তে এমন কিছু করা যাবে না যা দৃষ্টিকটু দেখায়।
মন্তব্য