তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের পাশে শেরপুর জেলা বিএনপি

তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের পাশে শেরপুর জেলা বিএনপি
সর্বমোট পঠিত : 57 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এসব এলাকার মানুষ চরম দূর্ভোগে আছে। বন্যা দূর্গতদের পাশ্বে দাড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল এমপি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলীকে নির্দেশ প্রদান করেছেন।

টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে শেরপুর  জেলার অধিকাংশ এলাকা। পানিবন্দি অবস্থায় দুর্ভোগে পড়েছে প্রায় দুই লাখ মানুষ। এসব এলাকার মানুষ চরম দূর্ভোগে আছে। বন্যা দূর্গতদের পাশ্বে দাড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল এমপি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলীকে নির্দেশ প্রদান করেছেন। 

তার নির্দেশে ৬ অক্টোবর দুপুর থেকে শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল জেলা বিএনপির নেতাদের সাথে নিয়ে দূর্গত ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন স্থানে যান, দূর্গত মানুষদের খোঁজ খবর নেন এবং শুকনো খাবার ও চাল ডাল বিতরণ করেন। অপরদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলী শেরপুর সদরের পাচ শতাধিক বন্যাদূর্গত পরবারের মাঝে শুকনো খাবার ও ত্রাণ সমগ্রী বিতরণ করেন। এসময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী বলেন, আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দূর্গত এলাকায় আছি এবং থাকবো।

শেরপুর জেলা বিএনপির সভাপতি ও  সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের মাঝে  আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পারছি পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। ভবিষ্যতে প্রাকৃতিক সব দুর্যোগে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো।  

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি