সভায় ডিসি তরফদার মাহমুদুর রহমান বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। এখন রাষ্ট্র কাঠামো সংস্কার করে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আর এটিকে এগিয়ে নিতে আস্থা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শেরপুরে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের পরামর্শ সভা অনুষ্ঠিত
শেরপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক শেরপুর জেলায় বাস্তবায়নাধীন আস্থা প্রকল্পের বিভিন্ন কর্মসূচি নিয়ে সরকারি কর্মকর্তা ও অংশীজনদের সঙ্গে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা বেগম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবাগত ডিসি তরফদার মাহমুদুর রহমান। জেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতি এই সভার আয়োজন করে।
সভায় যুব উন্নয়ন অধিদপ্তর, শেরপুরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী, আস্থা প্রকল্পের নির্বাহী পরিচালক স্বপন পাল, ক্লাস্টার কোঅর্ডিনেটর খালেদ এহতেশাম, জেলা সমন্বয়ক ফিরোজ আহমেদ, dনাগরিক ফ্লাটফর্ম শেরপুরের আহবায়ক আবুল হাশিম, সদস্য শুভজিৎ নিয়োগী, আদিবাসী নেত্রী রবেতা ম্রং, সাংবাদিক দেবাশীষ সাহা রায়, হাকিম বাবুল প্রমুখ বক্তব্য দেন।
সভায় আস্থা প্রকল্পের নির্বাহী পরিচালক স্বপন পাল বলেন, গণতন্ত্রের ভিত্তি হলো স্বাধীন গণমাধ্যম, আইনের শাসন, স্বচ্ছতা, জনগণের কাছে জবাবদিহিতা, জেন্ডার সমতা এবং সক্রিয় নাগরিক সমাজ। শান্তিপূর্ণ সহাবস্থান, সহনশীলতা এবং একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা গণতন্ত্রের মৌলিক উপাদান। একটি রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের জন্য অংশ গ্রহণমূলক গণতন্ত্র এবং সহনশীল সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নসহ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার
লক্ষ্যে যুব সমাজ ও সচেতন নাগরিকদের নিয়ে আস্থা প্রকল্প কাজ করে যাচ্ছে। আশা করা যায়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশে একটি সুষ্ঠু ও প্রকৃত গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা তথা অসামপ্রদায়িক বাংলাদেশ গড়া সম্ভব হবে।
সভায় ডিসি তরফদার মাহমুদুর রহমান বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। এখন রাষ্ট্র কাঠামো সংস্কার করে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আর এটিকে এগিয়ে নিতে আস্থা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় জেলায় কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, তরুণ সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
মন্তব্য