শ্রীবরদীতে স্বেচ্ছাসেবী নারী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ

সর্বমোট পঠিত : 22 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

শেরপুরের শ্রীবরদীতে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলার স্বেচ্ছাসেবী নারী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।


শেরপুরের শ্রীবরদীতে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলার স্বেচ্ছাসেবী নারী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

২ ই সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ ভবনে স্বেচ্ছাসেবী নারী সংগঠনের নেতৃবৃন্দের হাতে অনুদানের চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।

এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মিনু আরা বেগম, মায়ের দোয়া মহিলা সমিতির সভা নেত্রী জবেদা বেগম, উপজেলা পরিষদের সিএ কামরুজ্জামান আবু প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এ বছর উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী দুটি নারী সংগঠনের মাঝে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি