ফেনীতে বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে খোয়ারপাড় শাপলাচত্বর যুব সমাজ

২৬ আগস্ট রাতে বাসে উপহার সামগ্রী (ত্রাণ) তুলছেন শেরপুরের খোয়ারপাড় শাপলাচত্বর যুব সমাজের সদস্যরা
সর্বমোট পঠিত : 135 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

উপহার (ত্রাণ) হিসেবে প্রত্যেক পরিবার পাবে পাউরুটি, বিস্কুট, খেজুর, গুড়, চিনি, মুড়ি, চিড়া, পর্যাপ্ত শুকনা জামা-কাপড়, বিশুদ্ধ পানি, মোমবাতি, লাইটার, লবণ। এ ছাড়াও সাথে বিভিন্ন ওষুধ দেওয়া হয়।

রাকিবুল আউয়াল পাপুল:

ফেনীতে বন্যার্তদের জন্য শেরপুরের খোয়ারপাড় শাপলাচত্বর যুব সমাজ চার শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী (ত্রাণ) নিয়ে গিয়েছে। এদিকে বন্যার্ত পরিবারের সদস্যদের বিরিয়ানী রান্না করে খাওয়ানোর জন্য ৩শ কেজি চাউল, ডাউল, তেল ও মসলা সামগ্র‍ীসহ নিয়ে হাজির হয়েছেন। তারা ফেনীর প্রতন্ত গ্রামে বন্যার্তদের জন্য রান্না করে দুইবেলা খাবার খাওয়ান।

সোমবার (২৬ আগস্ট) রাতে পণ্য বোঝাই এক বাস দিয়ে উপহার সামগ্রী (ত্রাণ) নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দেন শেরপুরের খোয়ারপাড় শাপলাচত্বর যুব সমাজের ২০ সদস্যের একটি টিম।

উপহার (ত্রাণ) হিসেবে প্রত্যেক পরিবার পাবে পাউরুটি, বিস্কুট, খেজুর, গুড়, চিনি, মুড়ি, চিড়া, পর্যাপ্ত শুকনা জামা-কাপড়, বিশুদ্ধ পানি, মোমবাতি, লাইটার, লবণ। এ ছাড়াও সাথে বিভিন্ন ওষুধ দেওয়া হয়।

এ উপহার (ত্রাণ) বিতরণে শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক জামিল হোসেন সরকার, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাশেদুজ্জামান লাভলু, জেলা সেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক আশরাফুল আলম মানিক, আল মামুন রনি, শামিম, শাহিনুর রহমান শাহিন, জুয়েল রানাসহ আরও অনেকে রয়েছেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি