শ্রীবরদীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন কর্মসূচি পালিত

সর্বমোট পঠিত : 104 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

“একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেক বার” এ স্লোগানকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী স্লোগানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ১৬ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে শ্রীবরদী পৌর শহরের চৌরাস্তা মোড়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শ্রীবরদী উপজেলা ইউনিট কমান্ড ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শ্রীবরদী উপজেলা ইউনিটের যৌথ আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের মুক্তিযোদ্ধাগণ।


“একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেক বার” এ স্লোগানকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী স্লোগানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ১৬ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে শ্রীবরদী পৌর শহরের চৌরাস্তা মোড়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শ্রীবরদী উপজেলা ইউনিট কমান্ড ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শ্রীবরদী উপজেলা ইউনিটের যৌথ আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের মুক্তিযোদ্ধাগণ।

এসময় মানববন্ধন কর্মসূচিতে মুক্তিযোদ্ধারা বলেন, ছাত্র আন্দোলনকে ইস্যু করে মুক্তিযোদ্ধা কোটা বিরোধী এবং জামায়াত শিবিরসহ চক্রান্তকারীরা দেশকে অস্থিতিশীল করতে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক এ মুহুর্তে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতেই ছাত্রদের উস্কানি দিচ্ছে চক্রান্তকারীরা। তাই এসব চক্রান্তকারীদের থেকে মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতার স্বপক্ষের শক্তি সবাইকে সজাগ থাকতে হবে বলে মানববন্ধনে আশা বক্তারা এমনটাই বলেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল সালেহ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাকের মুহম্মদ আব্দুল্লাহ দানা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রিন্স, মুক্তিযোদ্ধা সন্তান ও মানবাধিকা কর্মী মো ইব্রাহিম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা রাশেদুল হক ববি, কামারুজ্জামান লিপন প্রমুখ।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি