প্যারিস অলিম্পিক ২০২৪

মেসিকে না রেখেই দল ঘোষণা করল আর্জেন্টিনা

সর্বমোট পঠিত : 63 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

২০২১ কোপা আমেরিকার আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে তর্কসাপেক্ষে লিওনেল মেসির সবচেয়ে বড় অর্জন ছিল ২০০৮ বেইজিং অলিম্পিকে দেশের হয়ে সোনা জেতা। এরপর তো কোপা জিতলেন, বিশ্বকাপ জিতে ষোলোকলা পূরণ করলেন। এদিকে কোপার শিরোপা ধরে রাখার মিশনে জাতীয় দলের সঙ্গে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন আর্জেন্টাইন অধিনায়ক। মহাদেশীয় এ টুর্নামেন্টের ১০ দিন পরই প্যারিসে শুরু হতে যাচ্ছে আরেকটা অলিম্পিক।

২০২১ কোপা আমেরিকার আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে তর্কসাপেক্ষে লিওনেল মেসির সবচেয়ে বড় অর্জন ছিল ২০০৮ বেইজিং অলিম্পিকে দেশের হয়ে সোনা জেতা। এরপর তো কোপা জিতলেন, বিশ্বকাপ জিতে ষোলোকলা পূরণ করলেন। এদিকে কোপার শিরোপা ধরে রাখার মিশনে জাতীয় দলের সঙ্গে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন আর্জেন্টাইন অধিনায়ক। মহাদেশীয় এ টুর্নামেন্টের ১০ দিন পরই প্যারিসে শুরু হতে যাচ্ছে আরেকটা অলিম্পিক।

অনেকদিন ধরেই গুঞ্জন ছিল, ক্যারিয়ারের গোধূলি লগ্নে থাকা মেসি এবারের আর্জেন্টিনার অলিম্পিক দলে থাকতে পারেন। সময়ে সময়ে সে গুঞ্জনে এনসো ফের্নান্দেস, এমিলিয়ানো মার্তিনেস কিংবা দি মারিয়াদের নামও এসেছে। কিন্তু এ বড় নামগুলো বাদ দিয়েই আর্জেন্টিনার অলিম্পিক দল ঘোষণা করেছেন হাভিয়ের মাচেরানো।

​​​​​​​

মেসি-দি মারিয়ারা না থাকলেও জাতীয় দল থেকে সেখানে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার হুলিয়ান আলভারেস, গোলকিপার হেরোনিমো রুই ও অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। প্রসঙ্গত, অলিম্পিকে মূলত অনূর্ধ্ব-২৩ দল খেললেও দলে ৩ জন সিনিয়র খেলোয়াড়ও নেওয়া যায়।

জানা গেছে, গত বছরখানেকেরও বেশি সময় ধরে মাংসপেশির নানা চোটে ভোগা মেসিকে টানা ম্যাচের ক্লান্তি চেপে ধরতে পারে, এ শঙ্কায় তাঁকে অলিম্পিকের দলে রাখা হয়নি। অন্যদিকে এনসো ফের্নান্দেসের কোপায় খেলা নিয়ে আপত্তি জানিয়েছিল ইংলিশ ক্লাব চেলসি। কোপা আমেরিকা শেষ হওয়ার পরই ক্লাবের সঙ্গে যোগ দেবেন এ মিডফিল্ডার।

আর্জেন্টিনার ১৮ সদস্যের প্যারিস অলিম্পিক দল:

গোলকিপার: হেরোনিমো রুই, লিয়ান্দ্রো ব্রেই

ডিফেন্ডার: মার্কো দি চেসারে, হুলিও সোলের, হোয়াকিন গার্সিয়া, গনসালো লুজান, নিকোলাস ওতামেন্দি, ব্রুনো আমিওনে।

মিডফিল্ডার:এজেকিয়েল ফের্নান্দেস, সান্তিয়াগো হেসসে, ক্রিস্তিয়ান মেদিনা, কেভিন জেনন।

ফরোয়ার্ড: জিউলিয়ানো সিমেওনে, লুসিয়ানো গোনদোউ, থিয়াগো আলমাদা, ক্লদিও এচেভেরি, হুলিয়ান আলভারেস, লুকাস বেলত্রান।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি