--- হারুনুর রশীদ

বর্ণচোরা

বর্ণচোরা
সর্বমোট পঠিত : 419 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

হারুনুর রশীদের কবিতা বর্ণচোরা


 
******
বেশভূষাতে আস্ত সাধু, মিষ্টি মুখের ভাষা।
কাজের বেলায় আপন স্বার্থে পরের সর্বনাশা!
লোকসমাজে ভদ্রবেশে ধর্মকর্মেও দেখি।
নৈতিকতার দাঁড়িপাল্লায় ওজনে সব মেকি!

সর্বোপরি বিধির বিধান মানে না কো মূলে;
পরের বেলায় নীতিকথায় মুখে ফেনা তুলে!
শক্তি দেখে ভক্তি করে, নরমে হয় মুগুর!
তাকেই বলে বর্ণচোরা, মানুষরূপী কুকুর।।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি