ময়মনসিংহে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিককে জরিমানা

সর্বমোট পঠিত : 15 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

মসিক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. মাজহারুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি জানান, নির্মাণাধীন ভবন বা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা জরিমানার আওতায় আনা হবে। এ অভিযান চলমান থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ছাড়াও সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম চলমান রয়েছে। এডাল্টিসাইড ও লার্ভিসাইড প্রয়োগের পাশাপাশি ও পরিস্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। সচেতনতা বৃদ্ধিতে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে।


ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) কর্তৃক নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গতকাল দুপুরে পরিচালিত অভিযান পরিচালনা করা হয়।

এসময় আমিরাবাদ হাউজিং ও পলিটেকনিক এলাকায় নির্মাণাধীন দুটি ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবন মালিককে পৃথকভাবে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


​​​​​​​

মসিক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. মাজহারুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি জানান, নির্মাণাধীন ভবন বা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা জরিমানার আওতায় আনা হবে। এ অভিযান চলমান থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ছাড়াও সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম চলমান রয়েছে। এডাল্টিসাইড ও লার্ভিসাইড প্রয়োগের পাশাপাশি ও পরিস্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। সচেতনতা বৃদ্ধিতে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে।

অভিযান চলাকালে খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত এপ্রিল মাস পর্যন্ত ময়মনসিংহে ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দেয়নি। কিন্তু চলতি সপ্তাহে দুজন পুরুষ এবং এক শিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি