শ্রীবরদীতে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বেঞ্চ বিতরণ

সর্বমোট পঠিত : 17 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

শেরপুরের শ্রীবরদী উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানকে উঁচু-নিচু ব্রাঞ্চ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২১ -২০২২ অর্থবছরে জাইকার অর্থায়নে ২২ শে এপ্রিল সোমবার দুপুরে শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৪ টি প্রাথমিক বিদ্যালয় ও ৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের মাঝে ১৪৮ জোড়া ব্রাঞ্চ বিতরণ করা হয়।


শেরপুরের শ্রীবরদী উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানকে উঁচু-নিচু ব্রাঞ্চ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২১ -২০২২ অর্থবছরে জাইকার অর্থায়নে ২২ শে এপ্রিল সোমবার দুপুরে শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৪ টি প্রাথমিক বিদ্যালয় ও ৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের মাঝে ১৪৮ জোড়া ব্রাঞ্চ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ব্রাঞ্চ তুলে দেন শেরপুর ৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।


​​​​​​​

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ওসি কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা একাডেমীক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, রাজনীতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, জাইকার অর্থায়নে ২০২১-২০২২ অর্থ বছরে উপজেলার বাবেলা কোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ জোড়া, শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ জোড়া, নয়ানী শ্রীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ জোড়া, শংকরঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ জোড়া, শ্রীবরদী আইডিয়াল টেকনিক্যাল স্কুলে ১৬ জোড়া, রানী শিমুল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ১৫ জোড়া, গোপালখিলা উচ্চ বিদ্যালয়ে ১৫ জোড়া, বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ে ১৫ জোড়া, তাতিহাটি আইডিয়াল স্কুলে ১৫ জোড়া ও খড়িয়াকাজির উচ্চ বিদ্যালয়ে ১৬ জোড়া ব্রাঞ্চ বিতরণ করা হয়।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি