শ্রীবরদীতে প্রায়ই তিন শতাধিক রোগী পেলেন ফ্রি সেবা ও ঔষধ

সর্বমোট পঠিত : 16 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

শেরপুরের শ্রীবরদীতে প্রায়ই তিন শতাধিক রোগী পেলেন ফ্রি সেবা ও ঔষধ। উপজেলার তাতিহাটী ইউনিয়নের ভটপুর ইসলামিয়া আলিম মাদরাসায় ওই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।


শেরপুরের শ্রীবরদীতে প্রায়ই তিন শতাধিক রোগী পেলেন ফ্রি সেবা ও ঔষধ। উপজেলার তাতিহাটী ইউনিয়নের ভটপুর ইসলামিয়া আলিম মাদরাসায় ওই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।



স্থানীয় নবদীপ সমাজ উন্নয়ন সংঘের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন শ্রীবরদী উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রাথর্ী জুয়েল আকন্দ। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায়ই তিন শতাধিক রোগীকে সেবার পাশাপাশি, প্যারাসিন্টামল, স্যালাইন, ক্যালসিয়াম, এন্টিবায়োটিকসহ বিভিন্ন ঔষধ বিনামূল্যে দেয়া হয়। নবদীপ সমাজ উন্নয়ন সংঘের সভাপতি মো: শাহিদুল ইসলাম বলেন, আমরা ২০২২ সালের স্থানীয় যুবকদের নিয়ে নবদীপ সমাজ উন্নয়ন সংঘ নামে একটি সংগঠন গড়ে তুলি।

সংগঠনটির মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছি, সেই উন্নয়নের অংশ হিসেবেই আজ শুক্রবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেন ডা: এ.টি.এম মামুন, ডা: তামান্না তানজীন তমা, ডা: সানজিদা হোসাইন প্রাপ্তি, ডা: মো: বেলায়েত হোসাইন। ফ্রি সেবা ও ঔষধ পেয়ে খুশি গ্রামের দরিদ্র রোগীরা।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি