পাবনাগামী ট্রাক থেকে বগুড়ায় ২২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

সর্বমোট পঠিত : 151 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

র‍্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে রংপুর থেকে পাবনাগামী একটি ট্রাকে(ঢাকা মেট্রো- ড-১৪-১৮৪৯) গাঁজা বহন করছে। সেই সংবাদের ভিত্তিতে মাটিডালীতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার এবং ট্রাক জব্দ করা হয়৷


রংপুর থেকে ট্রাকে গাঁজার চালান যাচ্ছিলো পাবনায় কিন্তু র‍্যাবের অভিযানে ধরা পড়ে গেল বগুড়ায়। মঙ্গলবার সকালে শহরের মাটিডালী এলাকা থেকে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। জব্দ করা হয়েছে গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও।

গ্রেপ্তারকৃতরা হলেন- লালমনিরহাটের হাতিবান্ধা পূর্ব সিন্দুনা এলাকার নজরুল ইসলাম খান এবং নীলফামারীর ডিমলার ছোট খাতা এলাকার রুবেল মিয়া।



মঙ্গলবার দুপুরে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে রংপুর থেকে পাবনাগামী একটি ট্রাকে(ঢাকা মেট্রো- ড-১৪-১৮৪৯) গাঁজা বহন করছে। সেই সংবাদের ভিত্তিতে মাটিডালীতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার এবং ট্রাক জব্দ করা হয়৷

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাবের মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি