শাসন করায় মোবাইলে আসক্ত কন্যার আত্মহত্যা

সর্বমোট পঠিত : 16 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বলেন, শুক্রবার রাতে মোবাইল ফোন নিয়ে ঝগড়া বাঁধে বাবা-মেয়ের মধ্যে। এ ঘটনায় জের ধরে বাড়ির পাশে আম গাছের সঙ্গে ঝুলে বর্ষা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


জামালপুরের সরিষাবাড়ীতে বাবা শাসন করায় মোবাইল আসক্ত কলেজ পড়ুয়া কন্যা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানাগেছে। শনিবার (৬ এপ্রিল) রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের লোকনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের লোকনাথপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ রঞ্জু মিয়ার কন্যা বর্ষা আক্তার (১৭) ধনবাড়ি উপজেলার মুশুদ্দি রেজিয়া কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। বর্ষা আক্তার সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যাস্ত থাকতো। পিতার শত বারণ সত্ত্বেও মোবাইল ব্যবহার করা থেকে সরানো যায়নি।

শুক্রবার রাতে ফের মোবাইল ফোনে কথা বলতে দেখে মেয়েকে বকাবকি করেন রঞ্জু মিয়া। পরদিন শনিবার বর্ষাকে ফোনে কথা বলা থেকে বিরত করতে না পেরে উপায়ন্তর না দেখে মেয়েকে শাসন করে মোবাইল ফোন ভেঙে ফেলেন রঞ্জু মিয়া। এটাকে অপমান মনে করে বাড়ির পাশে গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে পরিবারের লোকজন জানান। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বলেন, শুক্রবার রাতে মোবাইল ফোন নিয়ে ঝগড়া বাঁধে বাবা-মেয়ের মধ্যে। এ ঘটনায় জের ধরে বাড়ির পাশে আম গাছের সঙ্গে ঝুলে বর্ষা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি