সিলেটে ঝুঁকি নিয়ে টিলার ঢালে বাস

সিলেটে ঝুঁকি নিয়ে টিলার ঢালে বাস
সর্বমোট পঠিত : 245 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

পাশাপাশি দুটি টিলা। একেকটি ৬০ থেকে ৭০ ফুট উঁচু। নিচ থেকে চূড়া পর্যন্ত একের পর এক ঘর। যেন টিলা বেয়ে ওপরে উঠেছে টিনের তৈরি খুপরিঘরের সারি। ঝুঁকিপূর্ণভাবে টিলা কেটে বানানো ঘরগুলো ঘিরে তৈরি হয়েছে শঙ্কা। প্রবল বৃষ্টিতে টিলাধসে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

টিলার ঢালে ঝুঁকিপূর্ণ বসবাসের এ চিত্র সিলেট নগরের আখালিয়া ব্রাহ্মণশাসন এলাকার রাইফেলস ক্লাব এলাকায়। এ দুটি টিলা ছাড়াও শহর ও শহরতলির আরও চারটি টিলায় ঝুঁকিপূর্ণ বসতি রয়েছে। এ ছয়টি টিলার ঢালুতে ও পাদদেশে দুই থেকে আড়াই হাজার পরিবার বাস করে বলে পরিবেশকর্মী ও স্থানীয় লোকজন জানিয়েছেন।


গতকাল সোমবার ও গত সপ্তাহে দুদিনে সিলেটে মোট আটবার ভূকম্পন অনুভূত হয়। এরপর নগরের মণিপুরিপাড়ায় পুকুরের পাড়ধসের ঘটনা ঘটে। গত সপ্তাহ থেকে প্রায় প্রতিদিনই লাগাতার বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় টিলাধসের ঝুঁকির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি