শতভাগ বিদ্যুতায়িত উপজেলায় কুপির আলোয় রাত

শতভাগ বিদ্যুতায়িত উপজেলায় কুপির আলোয় রাত
সর্বমোট পঠিত : 212 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা করা হলেও এখনও সেখানে কুপির আলোয় কাটছে অনেকের রাত। বিদ্যুতের খুঁটি বসার প্রায় দুই বছর পার হলেও বিদ্যুতের সংযোগ মেলেনি। সীমান্ত ঘেঁষা ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমণ্ডল আবাসন বা গুচ্ছগ্রাম নির্মাণ করা হয় ২০১০ সালে। এটি উপজেলার দুস্থ অসহায় ৬০টি ভূমিহীন পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

গুচ্ছগ্রামে আশ্রিত দুই শতাধিক মানুষের মাথার ওপর ছাদের ব্যবস্থা হয়। কিন্তু শতভাগ বিদ্যুতায়িত উপজেলায় পল্লী বিদ্যুতের সুফল জোটেনি তাদের কপালে। কেরোসিনের কুপিবাতি, হারিকেনের আলোতেই জীবন কাটছে তাদের।


বিদ্যুতের জন্য দ্বারে দ্বারে ঘুরেও লাভ হচ্ছে না গুচ্ছগ্রামবাসীর। অন্ধকারেই লেখাপড়া করতে হচ্ছে স্কুলশিক্ষার্থীদের। বিদ্যুৎ ছাড়া গরমের দিনগুলোয় গুচ্ছগ্রাম ছেড়ে চলে গেছে ২০টি পরিবার। ঠাঁই নিয়েছে অন্যত্র।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি