শ্রীবরদীতে বিশিষ্ট সমাজসেবক আকবর আলীর ইন্তেকাল

শ্রীবরদীতে বিশিষ্ট সমাজসেবক আকবর আলীর ইন্তেকাল
সর্বমোট পঠিত : 317 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এদিকে তার মৃত্যুতে খোয়ারপাড় শাপলাচত্ত্বর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব নুর মামুদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. এমদাদুল হক মাস্টারসহ অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন।

শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের মধ্যপাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবক মো. আকবর আলী মুন্সী (মিয়াজি) ১২ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি খোয়ারপাড় শাপলাচত্ত্বর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. হাবিবুল্লাহ পিতা। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ১৩ আগস্ট শুক্রবার সকাল ১০টায় তার নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে তার মৃত্যুতে খোয়ারপাড় শাপলাচত্ত্বর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব নুর মামুদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. এমদাদুল হক মাস্টারসহ অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন।

খোয়ারপাড় শাপলাচত্ত্বর জামে মসজিদের সাংগঠনিক সম্পাদক-২ মো. জামিল হোসেন সরকার জানান, প্রথম জীবনে আকবর আলী মুন্সী (মিয়াজি) একটি মক্তবে আরবী পড়াতেন। তিনি অগণিত ছেলে-মেয়েকে তিনি আরবী শিক্ষা দিয়েছেন। সেই সুবাদে গড়জরিপা ও আশেপাশের এলাকার মানুষজন তাকে মিয়াজি বলে সম্বোধন করতেন। আজীবন তিনি এলাকার সামাজিক বিভিন্ন কর্মকান্ডে নিয়োজিত ছিলেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি