মোংলায় পরিবেশ সুরক্ষায় ওয়াশ এন্ড ওয়েস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

সর্বমোট পঠিত : 100 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সঠিক জায়গায় ময়লা ফেলি, দূষণমুক্ত পরিবেশ গড়ি এ শ্লোগানকে সামনে রেখে পরিবেশ সুরক্ষায় বজ্র ব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে বেসরকারি উন্নয়ন সংস্থা সালোম এর পক্ষ থেকে ওয়াশ এন্ড ওয়েস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পেইনের মাধ্যমে দৈনন্দিন জীবনে পরিস্কার পরিচ্ছন্নতা ও বজ্র নিস্কাশনের আধুনিক ও বিজ্ঞানসম্মত সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়টি আলোচনার মাধ্যমে সবার কাছে তুলে ধরেন অনুষ্ঠানে আগত অতিথিরা।


সঠিক জায়গায় ময়লা ফেলি, দূষণমুক্ত পরিবেশ গড়ি এ শ্লোগানকে সামনে রেখে পরিবেশ সুরক্ষায় বজ্র ব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে বেসরকারি উন্নয়ন সংস্থা সালোম এর পক্ষ থেকে ওয়াশ এন্ড ওয়েস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পেইনের মাধ্যমে দৈনন্দিন জীবনে পরিস্কার পরিচ্ছন্নতা ও বজ্র নিস্কাশনের আধুনিক ও বিজ্ঞানসম্মত সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়টি আলোচনার মাধ্যমে সবার কাছে তুলে ধরেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

১২ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১টায় মোংলার জয়মনি মাধ্যমিক বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা সালোম কর্তৃক আয়োজিত ওয়াশ এন্ড ওয়েস্ট ক্যাম্পেইনে

বক্তারা আরো বলেন, দূষণমুক্ত পরিবেশ গড়ার কাজটা আমরা পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শুরু করতে পারি। যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে আমরা নির্দিষ্ট স্থান বা ডাস্টবিন ব্যবহার করতে পারি। আর এতেই আমাদের চারপাশের পরিবেশ সুরক্ষিত থাকবে।

দাতা সংস্থা টিয়ার ফান্ডের সহযোগিতায় আয়োজিত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন সালোম মোংলার এরিয়া ব্যবস্থাপক সৌরেন্দ্র মন্ডল। এতে প্রধান অতিথি ছিলেন চিলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর মো. ইলিয়াস ঘরামী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়মনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ মিস্ত্রি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সহকারি প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, স্কুলের সহকারি শিক্ষকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

পরে ওয়াশ এন্ড ওয়েস্ট ক্যাম্পেইনে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ক্যাম্পেইনে আরো উপস্থিত ছিলেন সালোম মোংলার প্রোগ্রাম অফিসার ম্যাথিসন মিল্টন বাড়ৈ, মনিটরিং অফিসার শিমন বিশ্বাস, জেন্ডার অফিসার এলিজাবেথ সরকার, জেন্ডার সিও হিয়া বাড়ই এবং কমিউনিটি অর্গানাইজারবৃন্দ।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি