শিক্ষার্থীদের সৎ , দক্ষ, আদর্শ ও সুনাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আজ রবিবার নৌবাহিনী কলেজে দিনব্যাপী ৮ম নৌ ইউনিট লিডার ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।
নৌ ইউনিট লিডার ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
মোঃ হামজার রহমান শামীম:
শিক্ষার্থীদের সৎ, দক্ষ, আদর্শ ও সুনাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আজ রবিবার নৌবাহিনী কলেজে দিনব্যাপী ৮ম নৌ ইউনিট লিডার ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস, নৌ অঞ্চলের পরিচালনায় ও ঢাকা জেলা নৌ স্কাউটসের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত দিন ব্যাপী ৮ম নৌ ইউনিট লিডার ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন করা হয়। কোর্সে কোর্স লিডার ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম-এলটি, প্রশিক্ষক ছিলেন মোঃ হামজার রহমান শামীম-এলটি, মোঃ আফজাল হোসেন, জনাব মোঃ সাব্বির আহমেদ, জনাব মোঃ জাবেদ মোজাক্কিরুল শোভা।
প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়নে জেলার সকল বিদ্যালয়ে দুটি করে কাব ও স্কাউট দল গঠন নিশ্চিত সহ স্কাউট কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্য নিয়ে ট্রেনিং কোর্সের আয়োজন করা হয়েছে। দিন ব্যাপী ২৫ জন শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহন করছেন। অংশগ্রহনকারী শিক্ষকরা প্রশিক্ষন শেষে বিদ্যালয়ে স্কাউট দল গঠন ও পরিচালনা সম্পর্কে ধারণা পেয়েছেন।
মন্তব্য