নির্বাচন কমিশন ঘোষিত দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তফসিল ঘোষণাকে স্বাগত জানালো আওয়ামী লীগ
নির্বাচন কমিশন ঘোষিত দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে রাখা বক্তব্যে এসব বলেন কাদের। এসময় তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় আওয়ামী লীগ জেলা অফিসে পূর্ণাঙ্গ সাংবাদিক সম্মেলন করা হবে।
কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ শুরু হবে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই তফসিল ঘোষণাকে স্বাগত জানাই। সংবিধান অনুযায়ী সকলে অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।
এদিন রাজধানীর বিভিন্ন পয়েন্টে মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগ। একইদিন যুবলীগ-ছাত্রলীগসহ দলের অঙ্গ-সংগঠনের পক্ষ থেকেও ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল করেছে নেতাকর্মীরা।
মন্তব্য