জবানবন্দিতে গোপাল জানান, ছোটবেলায় তার বাবা মারা গেছেন। তার ধারণা মা সোনিয়া চৌহান বাবাকে হত্যা করেছেন। সেই ক্ষোভ থেকেই গোপাল তার মা কে মোটা সুতা দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। তিনি আরও জানান, রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
বগুড়ায় মা কে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
বগুড়ায় মা কে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবা মণ্ডল এ রায় দেন। দণ্ডিত যুবকের নাম গোপাল চৌহান(২২)। তিনি শহরের নাটাইপাড়া এলাকার মৃত জগদীশ চৌহানের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) বিনয় কুমার ঘোষ রজত। তিনি বলেন, ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি রাতে গোপাল তার মা সোনিয়া চৌহানকে (৬৫) নিজ বাড়িতে হত্যা করেন। হত্যার পর সকালে গোপাল নিজেই থানায় হাজির হন। পরে পুলিশ সোনিয়া চৌহানের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বড় ছেলে মিঠুন চৌহান বাদী হয়ে হত্যা মামলা করেন। পরে ৮ ফেব্রুয়ারি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন গোপাল।
জবানবন্দিতে গোপাল জানান, ছোটবেলায় তার বাবা মারা গেছেন। তার ধারণা মা সোনিয়া চৌহান বাবাকে হত্যা করেছেন। সেই ক্ষোভ থেকেই গোপাল তার মা কে মোটা সুতা দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। তিনি আরও জানান, রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য