প্রত্যক্ষদর্শী একজন বলেন, সকাল থেকেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিলেন পোশাক শ্রমিকেরা। একপর্যায়ে বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। তখন পুলিশ এগিয়ে গিয়ে কাঁদানে গ্যাস ছোড়ে। এরপর শ্রমিকেরা বিভিন্ন দিকে পালিয়ে যান।
আজও উত্তপ্ত মিরপুর, পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ





আজও রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ-মিছিল করছেন। এসময় পুলিশের সঙ্গে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মিরপুরে পূরবী সিনেমা হলের সামনে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার এ ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে রাস্তা থেকে তুলে দিয়েছে।
পুলিশ বলেছে, পোশাক শ্রমিকেরা মিরপুরে বিআরটিসির বাসের ডিপোতে ঢুকে কয়েকটি বাস ভাঙচুর করেছেন। সন্দেহভাজন তিন থেকে চারজনকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে সকাল আটটার দিকে পোশাক শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বর থেকে মিরপুর-১১ ও ১২ নম্বরের দিকে যান। বেলা ১১টার দিকে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়।
প্রত্যক্ষদর্শী একজন বলেন, সকাল থেকেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিলেন পোশাক শ্রমিকেরা। একপর্যায়ে বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। তখন পুলিশ এগিয়ে গিয়ে কাঁদানে গ্যাস ছোড়ে। এরপর শ্রমিকেরা বিভিন্ন দিকে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শ্রমিকেরা এখন সড়কে নেই। তাঁরা রাস্তা থেকে বিভিন্ন অলিগলিতে ঢুকে গেছেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
মন্তব্য