নকলায় গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সর্বমোট পঠিত : 33 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

নকলা থানার এসআই সুমন আহমেদ বজ্রপাতে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা নিহত আনোয়ার হোসেনের সুরতহাল প্রস্তুত করেছি। এ ব্যাপারে নকলা থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্ততি চলছে।


শেরপুরের নকলায় গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো: আনোয়ার হোসেন (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৪ সেপ্টম্বর) বিকাল অনুমান ৪টার দিকে উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কৃষক আনোয়ার হোসেন বিকাল ৪টার দিকে গরুর ঘাস কাটার জন্য ধনাকুশার ধনারপারের নদীর পাড়ে যান। ঘাস কাটার সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাত ঘটে। সেই বজ্রপাতে কৃষক আনোয়ার হোসেন ঘটনাস্থলেই মারাযান।

নকলা থানার এসআই সুমন আহমেদ বজ্রপাতে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা নিহত আনোয়ার হোসেনের সুরতহাল প্রস্তুত করেছি। এ ব্যাপারে নকলা থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্ততি চলছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি