ইসলামী ব্যাংক নকলা শাখায় গ্রাহক সমাবেশ

সর্বমোট পঠিত : 20 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

শেরপুরের নকলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের কাচারি মোড়ে অবস্থিত ব্যাংকটির এজেন্ট আউটলেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


শেরপুরের নকলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের কাচারি মোড়ে অবস্থিত ব্যাংকটির এজেন্ট আউটলেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব্যাংক এর স্বত্বাধিকারী মোঃ মাহফুজুর রহমান এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ (পিএলসির) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শেরপুর শাখার ব্যবস্থাপক মোঃ মোসলেহ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে আরডিএস ইনচার্জ মোস্তাফিজুর রহমান, বায়তুল আমান কাচারি মসজিদের ইমাম হাফেজ মারুফ হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

ব্যবসায়ী মোঃ গোলাম সরোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এজেন্ট ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার।

এসময় ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, তথ্য ও গবেষণা সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, সদস্য রেজাউল হাসান সাফিত ও রাইসুল ইসলাম রিফাতসহ অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি