মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন, বর্তমান সরকারের সর্বাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলোর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। দেশে নির্মাণাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের যন্ত্রপাতি, মেশিনারি পণ্য বিদেশি জাহাজে আনার পর মোংলা বন্দরের মাধ্যমেই খালাস করা হচ্ছে। বন্দরের সক্ষমতা আগের চেয়ে কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় মোংলা বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন আমদানি-রপ্তানিকারক ও ব্যবহারকারীরা।
রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণসামগ্রী নিয়ে মোংলায় বিদেশি জাহাজ
সরকারের অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন প্রকল্প রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণসামগ্রী নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে "এমভি সাপোদিল্লা" নামের একটি বিদেশি জাহাজ। ১৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে বন্দরের ৮ নম্বর জেটিতে জাহাজটি নোঙর করার পর থেকে শুরু মালামাল খালাসের কাজ। এবার ৩২৪৩ দশমিক ৩৫৪৫ মেট্টিকটন মেশিনারিজ পণ্য নিয়ে লাইব্রেরিয়ার জাহাজটি মোংলা বন্দরে এসেছে বলে জানায় বন্দরের হারবার বিভাগ।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপিং-এর ম্যানেজার অসিম সাহা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৯৩৪ প্যাকেজের ৩২৪৩ দশমিক ৩৫৪৫ মেট্রিকটন মেশিনারিজ পণ্য নিয়ে গত ১৬ জুলাই রাশিয়ার পিটার্সবার্গ বন্দর থেকে এ বাণিজ্যিক জাহাজটি ছেড়ে আসে। জাহাজটিতে যৌথভাবে ভারত ও বাংলাদেশের পণ্য বহন করায় প্রথমে ভারতের পণ্য খালাস করা হয়। সেখান থেকে সরাসরি রুপপুরের নির্মাণসামগ্রী নিয়ে আসে মোংলা বন্দরে। আমদানি করা ওইসব মেশিনারিজ পণ্য বন্দর জেটিতে খালাস করা হবে। এর পর সেখান থেকে সড়ক পথে নেওয়া শুরু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।
এর আগে গত ২৬ জুলাই এমভি ইসানিয়া নামক একটি জাহাজে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১২৭০ দশমিক ৪০৭ মেট্রিক টন মেশিনারিজ পণ্য মোংলা বন্দরে খালাস করা হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন, বর্তমান সরকারের সর্বাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলোর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। দেশে নির্মাণাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের যন্ত্রপাতি, মেশিনারি পণ্য বিদেশি জাহাজে আনার পর মোংলা বন্দরের মাধ্যমেই খালাস করা হচ্ছে। বন্দরের সক্ষমতা আগের চেয়ে কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় মোংলা বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন আমদানি-রপ্তানিকারক ও ব্যবহারকারীরা।
বন্দরের এই প্রধান নির্বাহী কর্মকর্তা আরো বলেন, বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন নির্গমণ বাড়াতে বন্দর চ্যানেলের ইনারবারের নাব্যতায় ৮.৫ মিটার সিডি অর্জনের লক্ষে ইনার বার ড্রেজিং প্রকল্প চলমান যার ফলে মোংলা বন্দরে জেটি ১০ মিটার ড্রাফটের জাহাজ হ্যান্ডলিংয়ের সুবিধা সৃষ্টি হবে।
মন্তব্য