আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না। বিএনপি নির্বাচনে আসুক। সরকার কোনো হস্তক্ষেপ করবে না। তবে নির্বাচনে না এসে বাধা সৃষ্টি করলে কঠোরভাবে প্রতিহত করা হবে।
‘আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না’

সর্বমোট পঠিত :
27 বার




আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না। বিএনপি নির্বাচনে আসুক। সরকার কোনো হস্তক্ষেপ করবে না। তবে নির্বাচনে না এসে বাধা সৃষ্টি করলে কঠোরভাবে প্রতিহত করা হবে।
মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, সিঙ্গাপুরে গিয়ে ষড়যন্ত্রের নীল নকশা করছে বিএনপি। চূড়ান্ত আন্দোলন বলতে বিএনপি জঙ্গিবাদে জড়িয়ে আবারও হত্যাকাণ্ড চালাবে।
তিনি বলেন, স্বাধীনতাবিরোধী ৭৫ এর ঘাতক এবং ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীরা একই সূত্রে গাথা। এদের আলাদা করার সুযোগ নেই। তাই এ দেশে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে দেওয়া যাবে না।
মন্তব্য