গাইবান্ধায় ট্রাক চাপায় ট্রাফিক পুলিশ সদস্য নিহত

সর্বমোট পঠিত : 51 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, দুর্ঘটনার পর পরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।


গাইবান্ধায় ট্রাক চাপায় বিপ্লব ইসলাম (৫১) নামের এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে জেলার পুরাতন জেলখানা মোড়ে জিরোপয়েন্টে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত বিপ্লব ইসলাম গাইবান্ধা ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জে।

জানা গেছে, ট্রাফিক পুলিশ বিপ্লব ইসলাম সকালে গাইবান্ধার পুরাতন জেলখানা ও ট্রাফিক পুলিশ বক্স সংলগ্ন জিরোপয়েন্ট মোড়ে ডিউটি থাকার কারণে মোটরসাইকেল যোগে তিনি জিরোপয়েন্টে পৌঁছিলে পিছন দিক থেকে একটি অজ্ঞাত ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাফিক পুলিশ বিপ্লব ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটিকে এখনও সনাক্ত কিংবা আটক করা সম্ভব হয়নি।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, দুর্ঘটনার পর পরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি