দেশ ছাড়িয়ে এবার ভারতে যাচ্ছে 'সুড়ঙ্গ'

সর্বমোট পঠিত : 286 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

কোরবারনির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'সুড়ঙ্গ' সিনেমা। তৃতীয় সপ্তাহে এসেও প্রেক্ষাগৃহে হাউজফুল যাচ্ছে সিনেমাটি। এবার দেশের গণ্ডি পেরিয়ে 'সুড়ঙ্গ' সিনেমা ভারতের মুক্তি ঘোষণা জানা গেল।


কোরবারনির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'সুড়ঙ্গ' সিনেমা। তৃতীয় সপ্তাহে এসেও প্রেক্ষাগৃহে হাউজফুল যাচ্ছে সিনেমাটি। এবার দেশের গণ্ডি পেরিয়ে 'সুড়ঙ্গ' সিনেমা ভারতের মুক্তি ঘোষণা জানা গেল।

শুক্রবার (১৪ জুলাই) তারিখ সমেত আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে টলিউডের প্রভাবশালী প্রতিষ্ঠান এসভিএফ (শ্রী ভেঙ্কটেশ ফিল্মস)।
তারাই পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’ পরিবেশনা করছে।

ঘোষণা অনুযায়ী, আগামী ২১ জুলাই সেখানে মুক্তি পাচ্ছে সিনেমাটি। শ্রী ভেঙ্কটেশ ফিল্ম তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানায়, 'অপেক্ষা শেষ হচ্ছে! বাংলাদেশে ব্লকবাস্টার হিট হওয়ার পর আগামী ২১ জুলাই ‘সুড়ঙ্গ’ পশ্চিমবঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। '

'সুড়ঙ্গ' দিয়েই বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। এ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

দেশের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হচ্ছে 'সুড়ঙ্গ'। এছাড়া ২১ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও মুক্তি পাচ্ছে সিনেমাটি।

গত ২৯ জুন ঈদুল আজহায় বাংলাদেশের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'সুড়ঙ্গ'। দর্শকের বিপুল আগ্রহে টানা হাউজফুল শো চলছে ছবিটির। যদিও দুই সপ্তাহ পেরিয়ে গেলেও নতুন হললিস্ট এখনও প্রকাশ করেননি সংশ্লিষ্টরা। ফলে এই মুহূর্তে দেশের কতগুলো প্রেক্ষাগৃহে ছবিটি চলছে, তা অস্পষ্ট। তবে প্রযোজক-পরিবেশকরা জোর গলায় বলেছিলেন, নতুন সপ্তাহে তাদের হলসংখ্যা বাড়বে এবং তা সবাইকে চমকে দেবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি