ফার্মগেটে ট্রাফিক কনস্টেবল হত্যা: চারজন গ্রেপ্তার

সর্বমোট পঠিত : 218 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ডিবি তেজগাঁওয়ের উপকমিশনার (ডিসি) গোলাম সবুর রোববার বলেন, ‘পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যার ঘটনায় আমরা ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে একজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’


রাজধানীর ফার্মগেটে ছুরিকাঘাতে ট্রাফিক পুলিশের কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার নিহতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) তেজগাঁও বিভাগ।

ওই চারজনের মধ্যে একজন হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিবি।

ডিবি তেজগাঁওয়ের উপকমিশনার (ডিসি) গোলাম সবুর রোববার বলেন, ‘পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যার ঘটনায় আমরা ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে একজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’

গ্রেপ্তারকৃতদের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের অভিযান এখন চলছে। অভিযানের স্বার্থে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখন দেয়া যাবে না। সবাই গ্রেপ্তার হলে বিস্তারিত জানানো হবে।’

শনিবার ভোররাত সোয়া ৪টার দিকে ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মনিরুজ্জামান তালুকদার নিহত হন।

নিহত মনিরুজ্জামান তেজগাঁও ট্রাফিক বিভাগে কাজ করতেন। তার গ্রামের বাড়ি শেরপুরে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি