আফগান বোলারদের নিয়ে ছেলেখেলা করে শান্তর সেঞ্চুরি

সর্বমোট পঠিত : 69 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ইনিংসের দ্বিতীয় ওভারেই ব্যাটিংয়ে আসতে হয়েছিল নাজমুল হোসেন শান্তকে। ওপেনার জাকির হাসান মাত্র ১ রান করে সাজঘরে ফেরায় বাংলাদেশ তখন চাপে। তবে আক্রমণাত্মক ব্যাটিংয়ে শান্ত সেই চাপ দূর তো করলেনই, এরপর চোখ ধাঁধানো কিছু শটে তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। তার দর্শনীয় ব্যাটিংয়ের দিনে মিরপুরে রাজত্ব করছে বাংলাদেশও।


ইনিংসের দ্বিতীয় ওভারেই ব্যাটিংয়ে আসতে হয়েছিল নাজমুল হোসেন শান্তকে। ওপেনার জাকির হাসান মাত্র ১ রান করে সাজঘরে ফেরায় বাংলাদেশ তখন চাপে। তবে আক্রমণাত্মক ব্যাটিংয়ে শান্ত সেই চাপ দূর তো করলেনই, এরপর চোখ ধাঁধানো কিছু শটে তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। তার দর্শনীয় ব্যাটিংয়ের দিনে মিরপুরে রাজত্ব করছে বাংলাদেশও।

আজ বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনে শুরুতে থেকেই শান্ত ছিলেন আগ্রাসী। তার সেই আগ্রাসন সকালের সেশনের পর চলছে দুপুরেও। ৫৮ বলে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেওয়ার পর শান্ত তিন অঙ্কের ঘর ছুঁয়েছেন ১১৮ বলে। আমির হামজার বল সিলি মিড অফের দিকে ঠেলে দিয়ে সিঙ্গেলস নিয়ে সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার।

টেস্টে শান্ত সবশেষ সেঞ্চুরি করেছিলেন ২০২১ সালের জুলাইতে। অর্থাৎ, দুই বছর পর সাদা পোশাকের ক্রিকেটে সেঞ্চুরি পেলেন তিনি। এই সেঞ্চুরি আবার মিরপুরে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম।

শান্তর মতো আগ্রাসী ব্যাটিং না করলেও শুরুতে ধীরলয়ে খেলা মাহমুদুল হাসান জয়ও এখন খেলছেন দারুণ। উইকেটে সেট হওয়ার পর আফগান বোলারদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন তিনি। ১০২ বলে তিনি তুলে নিয়েছেন তার ক্যারিয়ারের তৃতীয় ফিফটি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত, শান্ত-জয়ের দারুণ দুটি মাইলফলকে পৌঁছানোর পর ৩৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৮৫ রান।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি