স্টাফ রিপোর্টার:
শেরপুর জেলা যুবলীগের আয়োজনে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ মার্চ বুধবার সকাল ১১টায় শহরের নিউমার্কেটের নিপুন কমিউনিটি সেন্টারে যুবলীগের বর্ধিত সভা ২০২১ অনুষ্ঠিত হয়।
শেরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর শেরপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় জেলা যুবলীগের সভাপতি ও ১নং কামারের চর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্ব করেন।
এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম জোয়ার্দার সৈকত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিন খসরু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মহিউদ্দিন রানা প্রমুখ। এবং কেন্দ্রীয় নেতাগণ উপস্থিত জেলা ও উপজেলার সকল যুবলীগ নেতাদের উদ্দেশ্যে সাংগঠনিক বক্তব্য উপস্থাপন করেন।
এসময় আরোও সকল উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ তৃণমূল নেতাকর্মীদের বক্তব্য দেন।
প্রধান অতিথি মো. রফিকুল আলম জোয়ার্দার সৈকত বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ শেরপুর জেলা শাখার আজকের এই বর্ধিত সভা সাফল্য মন্ডিত হয়েছে। আপনাদের প্রাণবন্ত উপস্থিতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ আগামী দিনে সামনের দিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। অন্যান্য অতিথিবৃন্দ যুবলীগের তৃণমুল পর্যায়ের নেতৃবৃন্দ সহ সকলের উপস্থিতির ভূয়সী প্রসংশা করেন।