নিউজ ডেস্ক:
মৌলভীবাজার কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় আখাউড়া থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যূত হয়েছে।
এ ঘটনায় সিলেটের সাথে ঢাকা-চট্টগামের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
কুলাউড়া ষ্টেশন মাষ্টার মুহিব উদ্দিন আহমদ জানান, আজ বেলা ২ ঘটিকার সময় আখাউড়া থেকে সিলেটগামী তেলবাহী ট্রেন ভাটেরা এলাকা অতিক্রমকালে একটি বগি লাইনচ্যুত হয়।
বেলা আড়াই টারদিকে কুলাউড়া ষ্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।
এঘটনায় সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার কাজে প্রায় তিনঘন্টা সময় লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে বিকাল ৩টা পর্যন্ত কুলাউড়া ষ্টেশনে কোন ট্রেন আটকা পড়েনি।