শোয়াইব রহমানঃ আজ ১৬ ডিসেম্বর বুধবার রক্তসৈনিক বাংলাদেশ, জামালগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত।
রক্তসৈনিক জামালগঞ্জ উপজেলা টিমের সাকিব হাসান রয়েল এর সভাপতিত্বে ও রক্তসৈনিক বি এম আব্দুর রাহিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন বিশ্বজিৎ দেব উপজেলা নির্বাহী অফিসার জামালগঞ্জ উপজেলা।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রম তুলে ধরে আলোচনা করেন মোঃ আল আমিন রাজু, প্রতিষ্ঠাতা রক্তসৈনিক বাংলাদেশ, রক্তসৈনিক আবু রাশেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রক্তসৈনিক জামালগঞ্জ উপজেলা টিমের রক্তসৈনিক তোফাজ্জল হোসেন, মুগ্ধ রায়, মারুফ আহমেদ অভি, সাদিকুর রহমান, সিয়াম, আবু নাছির, সৃজন রায়, সমেজ আলী, এনামুল হাসান, কুশল কান্তি, অংকন দাস, লিটন মিয়া, তাউহিদুল ইসলাম, নাঈম আহমেদ, মারুফ হাসান, তামিম হাসান, মেহেদী হাসান, ইনসান মিয়া, সিফাত আহমেদ, আবু জহর, আশেক মিয়া, আরিফ মিয়া, ফয়সাল আহমেদ, ইব্রাহিম খলিল, সোহানুর রহমান, ঝিনুক তালুকদার, নূরল আমীন সানী, রানা চৌধুরী, সাইদিন ইসলাম জনি, জুয়েল মিয়া, শরিফ, আল আমিন প্রমুখ।